গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিদ্যালয় পরিদর্শক মো.মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে দি সিটি ব্যাংক লিমিটেড ঢাকাদক্ষিণ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. রুহেল আহমদকে সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি কাজি শহিদুল হককে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রোকসানা বেগমকে শিক্ষক প্রতিনিধি ও ফরিদ আহমদকে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উক্ত এডহক কমিটি ইস্যুর তারিখ হইতে আগামী ৬ মাস পর্যন্ত স্থায়ী থাকবে। উক্ত সময়ের মধ্যে এডহক কমিটিকে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।