গোলাপগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে সংগঠনের সকল সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব পৌর শহরের চৌমুহনীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইলিয়াস বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন- সহসভাপতি সুলতান আহমদ, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, সদস্য সাইফুল ইসলাম মো.জাবের আহমদ, আব্দুল আবিদ।
বক্তারা বলেন, '১৯৯৩ সালে সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনায় যেন আর কোন মানুষ মৃত্যুবরণ না করেন এ লক্ষ্যে "পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়" এমন স্লোগানে নিরাপদ সড়ক চাই সংগঠনটি গঠন করা হয়। সড়ক আইন মেনে চললেই দুর্ঘটনা রোধ হবে এমনটাই মনে করেন বক্তারা।'
এসময় উপস্থিত ছিলেন-সমাজসেবা ও ক্রিড়া সম্পাদক ওলিউর রহমান, সদস্য শাহিন আহমদ, ফাহিম আহমদ, ছানি আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কাশেম তানিম, এহিয়া আহমদ, আব্দুস সামাদ, আনোয়ার হোসেন।