গোলাপগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় উপজেলা যুবলীগ নেতা ওয়েছুর রহমানকে (৬১) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার দাড়িপাতন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পৌর এলাকার দাড়িপাতন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার একটি (মামলা নং: ১১, জিআর-১৫৫ তাং:১৪/১১/২০২৪ইং) মামলায় তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'আসামির বিরুদ্ধে আর কোন মামলা আছে কি না সেটা যাচাই-বাছাই করা হবে।'
এদিকে শনিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।