গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বইসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় বটরপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মো.মিজানুর রহমান, উত্তর রায়গড় গ্রামের আহমদের স্ত্রী আয়েশা বেগম, ভাদেশ্বর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের ছবেদ আলীর ছেলে মকবুল আলী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ঢাকাদক্ষিণ বাজারস্থ হাসপাতালের পিছনে অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃতদের ঘর থেকে ১৪ কেজি গাঁজা, ১৫ লিটার দেশীয় মদ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জাকারিয়া মাসুদ।