বিজ্ঞপ্তি : যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘বিরল কৃতিত্ব’ অর্জন করেছেন বাংলাদেশি কিশোর সালমান চৌধুরী। তার এ কৃতিত্বে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পিতার ব্যবসায়িক বন্ধু গোলাপগঞ্জের কৃতি সন্তান গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্টা আবুল কালাম।
আবুল কালাম সালাম চৌধুরীর এমন সাফল্য তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সেই সাথে তার মা-বাবাকেও ধন্যবাদ জানান তিনি।
সালমান চৌধুরী যুক্তরাষ্ট্র তো বটেই বিশ্বে নাম করা হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, কলম্বিয়া এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি নামীদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন৷ তিনি প্যাটারসনের হাইস্কুলের শিক্ষার্থী একসাথে এত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বিরল ঘটনা। এই কৃতিত্ব সালমানকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে।
সালমান চৌধুরী একাধারে তার একাডেমিক এবং নেতৃত্বের জন্য সহপাঠী এবং শিক্ষকদের কাছে পরিচিত মুখ। পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং কমিউনিটির সেবামূলক কাজেও তার অংশগ্রহণ ছিল।
সালমানের পরিবার জানান, সালমান একাধারে মনোযোগী, নম্র এবং উদ্যমী। এসব গুণাবলীই তাকে অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ায় সাফল্য এনে দিয়েছে।
সালমান জানান, আমি যখন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির অফার লেটারগুলো খুললাম, তখন আমি খুব বেশি আবেগপ্রবণ ছিলাম না। আমি চিঠিগুলো খুলে মা-বাবাকে বলেছি, আর বসে পড়েছি।
সালমান আরও বলেন, আমি অন্তত একটিতে ভর্তি হব বলে আশা করেছিলাম, কিন্তু একসাথে এত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে আমি পুরোপুরি হতবাক। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়াটা অবাক করার মতো ছিল।
দুবাইতে জন্মগ্রহণকারী সালমান ২০০৯ সাল থেকে প্যাটারসনে বেড়ে ওঠেন। দীর্ঘদিন ধরে তার সমবয়সীদের মধ্যে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
কিন্ডারগার্টেন থেকে প্রথম শ্রেণী পর্যন্ত তিনি প্যাটারসন স্কুল এর ছাত্র ছিলেন। এডভান্সড এডুকেশনের জন্য তাকে প্যাটারসন গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুলে নির্বাচিত করা হয়েছিল এবং তিনি সেই স্কুলে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিলেন এবং সেই সময় তিনি ২০২০ সালের ক্লাসের জন্য ভ্যালেডিক্টোরিয়ান খেতাব অর্জন করেছিলেন।
নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি পিসিটিআই স্টেম একাডেমির ছাত্র। এখন সে আবার ও ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্বীকৃতি পেয়েছেন ২০২৫ সালের ক্লাসের জন্য ।
প্যাটারসন পাবলিক স্কুল থেকে গ্রাজুয়েট শেষে প্যাটারসন একাডেমি ফর দ্য গিফটেড অ্যান্ড ট্যালেন্টেডে যোগদান করেন সালমান। যেখানে তিনি ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্নাতক হন। রেজোলিউশন অনুসারে, তিনি নিউ জার্সি স্টুডেন্ট লার্নিং অ্যাসেসমেন্টস (NJSLA)-এর ইংরেজি ভাষা শিল্প এবং গণিত উভয় অংশেই নিখুঁত নম্বর পেয়েছেন। এ পরীক্ষায় ৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।
সালমানকে জিজ্ঞাসা করা হয় তার এই সাফল্যের রহস্য কী? এত কঠিন পড়াশোনা এবং পাঠ্যক্রম বহির্ভূত কাজের বোঝা কীভাবে সামলাচ্ছেন, সালমান চৌধুরী কাঁধ ঝাঁকিয়ে বললেন, “আমি শুধু স্কুলে যাই, কাজের জন্য থাকি, বাড়িতে আসি, প্রার্থনা করি, হোমওয়ার্ক করি এবং ঘুমাতে যাই। এটাই আমার রুটিন। এতে আমি অভ্যস্ত হয়ে গেছি।
যদিও কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তা নিয়ে এখনও অনিশ্চিত সালমান। তবে তার পছন্দের তালিকায় বেশ কয়েকটি আইভি লীগের জায়ান্টও রয়েছে, তিনি ইঞ্জিনিয়ারিং বা গণিতে মেজরের দিকে ঝুঁকছেন তিনি।
আমরা বিশ্বাস করি এটি কেবল তার নয়, এটি আমাদের সমগ্র বাংলাদেশের তথা চট্টগ্রামের জন্য একটি মহান অর্জন। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার সন্তান।