সোমবার (২৮ এপ্রিল) যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সভায় যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ।
বক্তব্য রাখেন যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ, যুবনেতা এমাদুল হক, পৌর শাখার প্রচার সম্পাদক মুফতি তামিম আহমদ হাবিবী, যুবনেতা আব্দুল ওয়াহিদ, যুবনেতা জাবের আহমদ, আব্দুল মুমিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, প্রচার সম্পাদক খুবায়েব আহমদ ,আশরাফুল ইসলাম, রোম্মান আহমদ প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা এবং ভারতের ওয়াক আইন সংশোধনের নামে যে হত্যা কান্ড চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানান।
বক্তারা দাবি জানান, জাতিসংঘ উদ্যোগ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যা কান্ড বন্ধ করতে হবে এবং ভারতের ওয়াক আইন বাতিল করতে হবে। সাথে সাথে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রতেবেদন ও কমিশন বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার দাবী জানান।