গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সিএনজি অটোরিকশা ২০৯৭ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পৌর শহরের চৌমুহনী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকরা ছাড়াও কয়েক শতাধিক তাওহিদী জনতা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-মাও. ইকবাল হুসাইন, হা.মাও.আব্দুল গফফার, সিলেট জেলা ২০৯৭ শাখার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য সাহেল আহমদ, গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা ২০৯৭ শাখার সহসভাপতি আ.হামিদ লেইছ, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি দুলু আহমদ সাদ্দই, সিএনজি অটোরিকশা শাখার কোষাধ্যক্ষ অলিউর রহমান নানু, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক সহসভাপতি বেলাল আহমদ, মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহসাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সিএনজি অটোরিকশা শাখার সদস্য সেলিম আহমদ, রাজন আহমদ রাসেল, শাহাবুদ্দিন, বিলাল আহমদ।
এসময় বক্তারা বলেন,'দ্রুত সময়ের মধ্যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বোরোচিত হামলা বন্ধ করতে হবে। তা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।'
এছাড়াও উপস্থিত ছিলেন-শ্রমিক এরশাদ আহমদ, সিদ্দিকুর রহমান, লিটন আহমদ, কবির আহমদ, হারুনুর রশিদ, ইকবাল হোসেন আশাই প্রমুখ।
শেষে দোয়া পরিচালনা করেন চৌমুহনী জামে মসজিদের ইমাম মাও. ওয়ারিছ উদ্দিন।