গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ড.সৈয়দ মকবুল হোসেনের সুযোগ্য কন্যা সৈয়দ আদিবা হোসেন মতবিনিময় করেছেন।
শুক্রবার সকাল ১১টায় ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিনের বাড়িতে এ মতবিনিময় করেন।
এসময় সৈয়দ আদিবা হোসেন আগামী নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে প্রার্থী হওয়ার বিষয়ে সকলের মতামত ও পরামর্শ কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ সাদিকুর রহমান সাদেক, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আমুড়া ইউপির সদস্য আব্দুল গফফার কুটি, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আব্দুর রহিম, ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বদই মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুদ্দরুজ্জামান বদর, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক মোহাম্মদ আলী আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হুসাইন আহমদ হোসেন, সাবেক ইউনিয়ন যুবদল নেতা সাদিক আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হেনু মিয়া, সেক্রেটারি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার আহমদ স্বপন, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।
এসময় নেতাকর্মীরা সিলেট -৬ আসনের দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ লেচু মিয়াকে আজীবন মনে রাখবে৷ তিনি এই দুই উপজেলায় যে উন্নয়ন করেছেন আজও কেউ তা করতে পারেননি।
বক্তারা এই পরিবার থেকে কেউ নির্বাচনে আসলে নেতাকর্মীরা সর্বাত্বক সহযোগীতা করবেন বলেও জানান।