গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহসভাপতি রাব্বি আল মাহিদকে (২২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার রণকেলী গ্রামের কালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পৌর ছাত্রলীগের সহসভাপতি মাহিদকে পৌর শহরের চৌমুহনী থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা (মামলা নং: নং-৫, জিআর-১৪৯ তারিখ-০৬/০৯/২০২৪ ইং) রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।