গোলাপগঞ্জ প্রতিনিধি : সারাদেশের মতো গোলাপগঞ্জেও শুরু হয়েছে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও বলেন, “আমাদের সন্তানরা যেন তাদের মেধা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারে, সে জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সবাই সতর্ক রয়েছি। পরীক্ষায় কোনো অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।”
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।