গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আগুনে পুড়ে ছাঁই হয়েছে একটি মাইক্রোবাস। তবে গাড়িতে থাকা চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের রায়গড়ে এঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ড-১৩-৬৩৪৫) রায়গড় নামক স্থানে পৌঁছা মাত্র গাড়ির সামনের দিকে হঠাৎ আগুন ধরে যায়৷ খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গাড়িতে থাকা চালক বা যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা তৌফিক আহমদ চৌধুরী।