শান্তিগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান মাসের তাৎপর্য্য, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সন্ত্রাসী বোমা হামলায় নারী-শিশুসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনী মুসলিমদের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায় পাগলা বাজারেরর শাহজালাল প্লাজায় খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ইমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ও বায়তুলমাল সম্পাদক মাওলানা শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আখতার হোসেন, নাসির আহমদ প্রমূখ।