শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে শান্তিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় পাগলা বাজারের জামাল উদ্দিনের ব্রয়লার দোকানসহ নিত্যপণ্যের ৪ প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আক্তাপাড়া মিনা বাজারের ভাই ভাই রেস্টুরেন্টকে আরো দুই হাজার টাকাসহ মোট সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার ফজলে রাব্বানী চৌধুরী বলেন, 'রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনের মত আজ পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে মূল্য তালিকা না সাঁটানোয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পুরো রমজান মাস অভিযান অব্যাহত থাকবে।