গোলাপগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, 'ফ্যাসিস্টরা বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কোনভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবেনা। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্নমত থাকবে, আমরা বসব, আলোচনা করব। ঐক্য নষ্ট হয় এমন কিছু আমরা বলব না। এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।'
তিনি বলেন, 'ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া যাবেনা। এ ব্যাপারে জাতিকে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমাদের বিশ্বাস অন্তর্বর্তীকালিন সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করবেন।'
তিনি সোমবার গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির উপদেষ্টা, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের সাবেক মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাও ওয়ারিস উদ্দিন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, সহ শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফি আহমদ খান, যুগ্ম সম্পাদক লিটন আহমদ৷
শুরুতে কোরআন তেলাওয়াত করেন এমরান আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রদল নেতা নাহিদ আহমদ৷
ইফতার মাহফিলে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ৩ সহস্রাধিক জনতা অংশ নেন।