গোলাপগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার কমিটি থেকে গোলাপগঞ্জ উপজেলার আল আমিন নামে একজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন-
আমি আল-আমিন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি সদস্য।
আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্লাটফর্মে এসে ভেবেছিলাম হয়তো আমার শহর সিলেট তথা গোলাপগঞ্জবাসীর জন্য অন্তত কিছু একটা করতে পারবো কিন্তু পরে দেখি এখানে এর কোনো সুযোগই নেই এখানে একটি জিনিসই পরিলক্ষিত যারাই ক্ষমতায় যায় তারাই(পূর্ববর্তী ক্ষমতাসীনদের মতো) ক্ষমতাকে হাসের সোনার ডিম মনে করে খালি ভক্ষণ করে এবং আমার ধর্ম ইসলাম ও আমার নবী (সঃ)-কে অভমাননাকারী এবং আলেম উলামাগণকে সবসময় হেয় করা শাহবাগীদেরকে বৈষম্যবিরোধী প্লাটফর্মে রাখা এসব কিছুকেই কেন্দ্র করে আমি এখন থেকে নিজেকে এ প্লাটফর্ম থেকে সরিয়ে নিলাম।
আমি মনে করি আমি ছাত্র হিসেবেই সঠিক এবং সুন্দর থাকবো। আমি কোনো ধরনের কমিটি বা যেকোনো দলের পদ পদবীতে(হোক সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বা যেকোনো রাজনৈতিক দল [ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির]) এগুলোর যেকোনো একটিতেও থাকা আমি স্টুডেন্টের শোভা পায় না তবে দেশের সংস্কার ও জাতীয় স্বার্থে আমি দেশের মানুষের সাথে সর্বদা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এটি উল্লেখযোগ্য যে, এই সিদ্ধান্ত আমার একান্ত নিজস্ব সিদ্ধান্ত এবং এটি আমি কোনো ধরনের চাপ বা হুমকির কারণে নিই নি। জুলাই মাসে এই কমিটি গঠনকালে আমি এবং আপনি আমরা সবাই একযোগে দেশের প্রতি আমাদের ভালোবাসা এবং দেশের জন্য কাজ করার সংকল্প থেকে কাজ শুরু করি, কোনো ব্যক্তিগত স্বার্থ বা লাভের চিন্তা আমাদের মধ্যে ছিল না। আমার মনে হয়ে এটি শুধু মাত্র দেশ সংস্কার এবং বৈষম্যবিরোধী একটি দেশ গড়ার লক্ষ্যেই নিয়েই করা হয়েছিলো,এখন আমাদের বিজয় এসেছে,প্রশাসন তার কাজ করছে, তাই এখন এর প্রয়োজন শেষ এবং এই সমন্বয়ক পরিচয়ের আর প্রয়োজনবোধ মনে করি না। তবে ইসলামবিদ্বেষী শাহবাগী ও আমার আল্লাহ এবং আমার নবী (সঃ)-কে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য/কটুক্তি করলে তার বিরুদ্ধে সর্বদা শরীরে এক ফোঁটা র/ক্ত থাকা অবস্থায় লড়বো ইনশাআল্লাহ্ এবং আমি সবসময়ই দেশের স্বার্থে যেকোনো যৌক্তিক আন্দোলনে আপনাদের সাথে থাকবো এবং আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ । ধন্যবাদ।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়ে যে কারণ উল্লেখ করেছেন এটাই মূলত অন্য কোন কারণ নয়।