গোলাপগঞ্জ প্রতিনিধি : পুরো রমজান মাস জুড়ে গোলাপগঞ্জের ৫টি জায়গায় প্রতিদিন পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করবেন ইবনে আল মতিন গ্রুপের এমডি এইচ এম মো. ফখরুল ইসলাম খাঁ।
রোববার (২ মার্চ) বিকেলে ৫টি জায়গায় ইফতার বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়৷
জানা যায়, দুবাই প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী ইবনে আল মতিন গ্রুপের এমডি এইচ এম মো. ফখরুল ইসলাম খাঁ রমজান উপলক্ষ্যে প্রতিদিন ৫টি বাজারে ইফতার সামগ্রী বিতরণ করবেন৷ তার এ মহতি উদ্যোগে উপজেলার একাধিক সামাজিক সংগঠন সহযোগিতার জন্য এগিয়ে এসেছে৷
গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার চৌমুহনী ছাড়াও ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার, ঢাকাদক্ষিণ বাজার, ভাদেশ্বর মোকামবাজার ও আছিরগঞ্জ বাজারে একই জায়গায় প্রতিদিন আসর নামাজের পর থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হবে৷
এদিকে তিনি গোলাপগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার উপজেলার ৫/৬ টি জায়গায় একই ভাবে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছেন।