শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে আখতারুজ্জামান বাবুলের বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুছ আলিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা ইমরুল কয়েছ, শফিকুল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক জিলানি মিয়া, সদস্য মাসুম আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম।
এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য নাসির আহমদ, প্রবাসী যুবদল নেতা হাবিব উল্লাহ হাবিব, যুবদল নেতা গুলজার আহমদ, উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ, তানজিব তালুকদার, যুবদল নেতা হাবিজ, সুমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।