গোলাপগঞ্জ প্রতিনিধি : খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত লক্ষীপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টা থেকে কোনাচর বাজারস্থ ব্রিলিয়ান্ট কেয়ার একাডেমী প্রাঙ্গণে ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সহ সভাপতি মাওলানা ফয়জুর রহমান নোমানী।
ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী আব্দুল্লাহ সাকিব নুরসী, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা মাওলানা শাহিন আহমদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা উলামা বিষয়ক সম্পাদক মাওলানা কামরুজ্জামান মুফিক, ফুলবাড়ী ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন, লক্ষীপাশা ইউনিয়ন সেক্রেটারী হাফিজ বেলাল আহমদ, ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা সাবেক সেক্রেটারী হাফিজ আক্তার হোসেন।