গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সালা উদ্দিন ভূইয়ার যৌথ সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার।
কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ বিভিন্ন পদের ব্যক্তিবর্গ।
কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি টিম পৃথক টিমে বিভক্ত হয়ে তাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
এর আগে সোমবার সকালে উপপরিচালক সুবর্ণা সরকার গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন, হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষের নির্মাণ কাজ পরিদর্শন, হাজী জমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ ও মৌলভী খাল পরিদর্শন করেন।
পরে ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোগারকুল কমিউনিটি ক্লিনিক, আমুড়া ইউনিয়ন পরিষদ ও ইয়াগুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার নুরুল হক, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমুখ।