গোলাপগঞ্জ প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে' প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোলাপগঞ্জে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা মো.আহসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান।
উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা কর্মকর্তা নুরুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, নতুন ভোটার প্রমুখ।