গোলাপগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য যুবদলের (আংশিক) কমিটিতে বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান বাবর চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ লায়েক মোস্তফা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) বাদ আসর আনন্দ মিছিলটি উপজেলার পৌর শহরের নূর ম্যানশনের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূর ম্যানশনের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহনুর আহমদের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র সদস্য আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ শিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ও পৌর যুবদল নেতা রাজু আহমদ, মাজেদ আহমদ, বাদশা আহমদ, জাহেদ আহমদ, টিপু আহমদ, শহিদ আহমদ, মনসুর আহমদ, জুবায়ের আহমদ, রনি আহমদ, শাহাদত আহমদ, অভি আহমদ, কামরান আহমদ, বাদশা আহমদ, শরিফ আহমদ, হানিফ আহমদ, মোর্শেদ আহমদ, সেলিম আহমদ, রাজু আহমদ, লিটন আহমদ প্রমুখ।
আনন্দ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন,'স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশে নৈরাজ্যের সৃষ্টি চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী যুবদল তা কখনো মেনে নিবে না। শক্ত হাতে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে।'
বক্তারা যুক্তরাজ্য যুবদলের (আংশিক) কমিটিতে বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান বাবর চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ লায়েক মোস্তফা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। বক্তারা বলেন, 'বাবর চৌধুরী ও সৈয়দ লায়েক মোস্তফা দেশে থাকাকালীন সময়েও দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। বক্তারা মনে করেন, তাদের মাধ্যমে যুক্তরাজ্য যুবদল আরো শক্তিশালী হয়ে উঠবে।'