গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ ব্যাক্তির কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া হাতিমনগর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার দায়ে ৪ জনকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, 'জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।'