গোলাপগঞ্জ প্রতিনিধি : আনুষ্ঠানিক ভাবে গোলাপগঞ্জের অন্যতম ক্রিকেট লীগ 'শেরপুর হান্ড্রেড বলস্ প্রিমিয়ার লীগ' ২০২৫ ইং সিজন-৪ এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে দিয়ে আগামীকাল বুধবার দুপুরে চলতি আসরের পর্দা উঠবে।
মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মিনা কমিউনিটি সেন্টারে এ সিজনের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিনা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমেদ তকির সভাপতিত্বে ও ফজলের রাব্বির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ সিতোরিউ কারাতে এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন, শেরপুর স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার চৌধুরী ছানি, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমান।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মেসার্স আরিফা ট্রাভেলসের স্বত্বাধিকারী, শেরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি, দি আইকনিক কারাতে একাডেমীর সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাশেম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,'শেরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। দেশ-বিদেশ শেরপুরের সুনাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম আর এগিয়ে নিতে হবে। বিগত দিনেও যেভাবে সুনামের সহিত লীগ পরিচালনা হয়েছে চলতি সিজনেও এর চেয়ে ভালো সুনাম অর্জন করতে হবে৷'
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪টি দলের দলীয় অধিনায়কের হাতে নিজ নিজ দলের জার্সি তুলে দেওয়া হয়। এছাড়া ৪টি দলের অধিনায়করা এবারের আসরের ট্রফি উন্মোচন করেন।
এবারের আসরে ৪টি দল অংশগ্রহণ করবে। তারা হচ্ছে রয়েল স্ট্রাইকার্স, সাইলেন্ট কিলার, ব্ল্যাক ফাইটার্স ও রেড উইংস।
উদ্বোধনী খেলায় মাঠে নামবে রয়েল স্ট্রাইকার্স বনাম সাইলেন্ট কিলার।