শান্তিগঞ্জ প্রতিনিধি : দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিনকে আহ্বায়ক ও একই ইউনিয়নের অপর সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) করে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এড.আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন আখতারুজ্জামান বাবুল, তৃতীয় যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং চতুর্থ যুগ্ম আহ্বায়ক আবদাল মিয়া।
নবগঠিত কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
অপরদিকে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম রওশন খাঁন সাগর, তৃতীয় যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম ও চতুর্থ যুগ্ম আহ্বায়ক আবদাল মিয়া শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদের সাথে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন৷
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নবগঠিত কমিটির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আরোও সুসংগতি হবে এমনটাই প্রত্যাশা তাদের।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনিত হওয়ায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জালাল উদ্দিন বলেন, "শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে আমি বিএনপির রাজনীতি করে আসছি। বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েছি। পরিবারের সদস্যরাও হয়রানির শিকার হয়েছেন। আমার ছেলে জেল খেটেছে। অবশেষে আমি আমার ত্যাগের স্বীকৃতি পেয়েছি। এজন্য আমি জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। শান্তিগঞ্জ উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এজন্য আমি বিএনপি পরিবারের সকল নেতাকর্মীর সহযোগীতা কামনা করছি।"
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর বলেন, "শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আমাকে দায়িত্ব দেওয়ায় বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে আমাদের শান্তিগঞ্জ-জগন্নাথপুরের বিএনপি পরিবারের নেতা কয়ছর এম আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি পরিবারের দুই অভিভাবক ফারুক আহমদ ও আনছার উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে নবগঠিত কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন ভাই সহ সকল সদস্যকে নিয়ে একটি সুন্দর, পুর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। সেই সাথে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে আমি কাজ করে যাবো। এতে বিএনপি পরিবারের সকলের সহযোগীতা কামনা করছি।"