বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সকল ইসলাম বিরোধী শক্তি চেয়েছিল বাংলাদেশ থেকে জামায়াত ইসলাম, ছাত্রশিবির ও ইসলামকে নির্মূল করে দিতে। কিন্ত তারা আজ নিজেই নির্মূল হয়ে গেছে। ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী আন্দোলন ঠিকে থাকবে এবং পৃথিবীর কোন শক্তি তা বন্ধ করতে পারবেনা।
তিনি গতকাল শনিবার সকালে সিলেটের রশিদপুরে বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর উপজেলা ও বিশ্বনাথ পৌরসভার সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এ. এইচ.এম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান প্রমূখ।
সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ সোহরাব আলী।