বিষয়টি নিয়ে বিপ্লব কুমার এষ তার ফেসবুকে লিখেছেন, ‘আমি আমরা গ্রীন বাংলার অভিনয় শিল্পী হওয়ার কারনে অনেকেরই নানান আগ্রহ আবেগ থাকে আমাদের নিয়ে। আমাকে নিয়ে ফেইসবুকে কিছু পোস্ট হচ্ছে আমি নাকি ইসলাম ধর্ম গ্রহন করেছি এমন খবর যারা প্রচার করছেন বিষয়টি সত্য নয়।আমি আমার ধর্মেই আছি।আর সকল ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা। সবাই ভালো থাকুন সত্য তথ্য যেনে প্রচার করুন। ""হাদিসে আছে সঠিক তথ্য না যেনে কোন কিছু প্রচার যারা করেন তারা ফাসেক বা গুজব রটনা কারি। আশাকরি আমরা এসব থেকে বিরত থাকবো""’
গ্রীণ বাংলার অভিনেতার ধর্মান্তরিত হওয়ার তথ্য গু/জ/ব
শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৫
0
আলোচিত সিলেট ডেস্ক : সিলেটের আঞ্চলিক নাটকের অভিনেতা বিপ্লব কুমার এষ ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহন করেছেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে। যা আদৌতে সত্য নয় বলে জানিয়েছেন বিপ্লব কুমার এষ।
নিউজ বিভাগ 📁
অন্যান্য অ্যাপে শেয়ার করুন