গোলাপগঞ্জ প্রতিনিধি : টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই, জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামলো গোলাপগঞ্জের অন্যতম ফুটবলের আসর ৩য় গোয়াসপুর নাইট মিনি ফুটবলের।
মঙ্গলবার রাতে ফাইনাল খেলাকে ঘিরে মাঠের চারপাশ নান্দনিক রুপে সাজিয়ে তুলা হয়। খেলা শুরুর পূর্বে হাজারো দর্শকের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠে মাঠের চারপাশ।
ফাইনাল খেল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আব্দুল মান্নান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা সেন্টারের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন তকি, নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস আহমদ, বিশিষ্ট সমাজসেবী তাজ উদ্দিন, কামাল খান, মিজান আহমেদ, বাবুল আলম, আরিফ আহমদ, রাজু আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় মা শাড়ি ঘর গোলাপগঞ্জকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মামু-ভাগনা উত্তর গোয়াসপুর৷