গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পুকুর থেকে আলাল উদ্দিন (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা আঙ্গারকুড়ি হাওরের মধ্যখানে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
আলাল উদ্দিন বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে পুনরায় বাড়িতে আসেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে বাঘা বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়৷ পরবর্তীতে রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। ওই দিন রাতে কোথাও আলাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার সকাল ১০টার দিকে বাড়ির পাশে বাঘা আঙ্গারকুড়ি হাওরের মধ্যখানে যুক্তরাজ্য প্রবাসী মুন্না মিয়ার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় আলাল মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।