গোলাপগঞ্জ প্রতিনিধি : 'রক্তে যদি বাঁচে প্রাণ,তাহলে কেন করব না রক্ত দান' স্লোগানকে সামনে রেখে তারণ্য নির্ভর সামাজিক সংগঠন বন্ধন ব্লাড ডোনার ক্লাব গোলাপগঞ্জের নতুন কার্যকারী পরিষদ ও সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৭ টায় পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.. মনিরুজ্জামান মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি সাদিকুর রহমান, সাইফুল ইসলাম তারেক, ডি এইচ মান্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক মনসুর চৌধুরী, কামরান আহমদ৷
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা বশির আহমদ ফুয়াদ।
এসময় আগামী ২ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়৷ কমিটিতে সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহসভাপতি মাহি আল জামি, সৈয়দ শাহরিয়ার আহমদ, সাধারণ সম্পাদক আবু তাহের, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, তাহসিন হোসাইন ছাইম, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, হাফিজ বশির আহমদ ফুয়াদ, প্রচার সম্পাদক সামি আহমদ জীবন, অর্থ সম্পাদক মোঃ আবু বকর, দপ্তর সম্পাদক ওয়াহিদ সানি, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ, সহসমাজ সেবা বিষয়ক সম্পাদক সানু ইসলাম রেজু, শিক্ষা বিষয়ক সম্পাদক এস এইচ তাহমিদ, ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জীবন, ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মুন্না, সাংস্কৃতিক সম্পাদক মাহদি হাসান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহুল আহমদ, সদস্য আরাফাত রহমান, শিমুল আহমদ, রেজওয়ান আহমদ, মাহি আহমদ, রাহিম আহমদ, সায়েম আহমদ, হোসাইন আহমদ, মান্না আহমদ, মাহফুজ ইসলাম, শরিফুল ইসলাম মারজান৷