গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এখলাছ-সাগর মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়েছে। প্রথম রাউন্ড চলাকালীন সময়ে উক্ত টুর্ণামেন্টে টিম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে৷
গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পৌরসভার স্বরস্বতি ইটভাটা সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়।
আয়োজকবৃন্দ জানান, প্রথম রাউন্ড চলাকালীন সময়ে উক্ত টুর্ণামেন্টে টিম অন্তর্ভুক্ত করা যাবে৷
টিম অন্তর্ভুক্ত করতে যোগাযোগ করুন-সাগর আহমদ (০১৭২০-০৭৪৮২২) ও জুবায়ের আহমদ (০১৬২৯-৮০৮৮৪৮)।