গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন ও আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক তানজিল আহমদ চৌধুরীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওলিউর রহমান৷
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাফি আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনির আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা তাজেল আহমদ, মিহাদুজ্জামান চৌধুরী, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা সুলতান আহমদ, আলিম আহমেদ, তানবীর আহমদ, জাহিদ আহমদ, অমিত ইসলাম, মারওয়ান আহমেদ, আবিদুল ইসলাম, রিমন আহমেদ, তোফায়েল আহমেদ, তারেক আহমেদ, এমরান আহমেদ, রাইদুল আহমেদ, মাহিন আহমেদ প্রমুখ৷
শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম।