মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় ঢাকা প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলেন, সিলেটের শাহপরাণ (রহ:) থানার দত্তগ্রাম এলাকার সেলিম আহমদের ছেলে জিবান আহমদ (২২), মৌলভীবাজারের কুলাউড়া থানার নোয়াগাঁও এলাকার আজর আলীর ছেলে রুহুল আমিন (২৪), সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘরখলা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম পাপ্পু (২৪), ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া থানার টানপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে স্বপন মিয়া (৪৫)।
গ্রেফতারকৃত যুবতীরা হলেন, সিলেটের শাহপরাণ(রহ:) থানার বেলগ্রাম এলাকার ইমন চৌধুরীর মেয়ে এনি বেগম (১৯), সিলেটের বালাগঞ্জ থানার মইশাসি এলাকার মিজানুর রহমানের মেয়ে মেহের জাবিন নামিয়া (১৯), সিলেটের শাহপরাণ(রহ:) থানার মুরাদপুর এলাকার সাহাব উদ্দিনের মেয়ে নিপা আক্তার তানিয়া (১৯)।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১৬, তারিখ- ২১/০১/২০২৫ খ্রিঃ, এস.এম.পিএ্যাক্ট-৭৭/১০৪ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিল করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।