কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার লাছুখাল বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই র্যালি শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১নং পশ্চিম ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমওন সারোয়ার, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক আহমেদ মুসা, ছাত্রদল নেতা জিয়াদ আহমদ, ইয়ামিন আহমদ, এমদাদুল হক রানা সহ অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্লেকার্ড হাতে অংশ নেয় নেতাকর্মীরা।
তারা জানান, নতুন বাংলাদেশে নতুন প্রত্যয়ে ছাত্রদল এগিয়ে যাবে।পূর্বের ন্যায় বাংলাদেশের জনগণের সাথে সকল আন্দোলনে ও দুঃসময়ে পাশে থাকবেন তারা।