জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে উপজেলার নিজপাট ইউনিয়নের নাগরিকবৃন্দের মাঝে ৬০% স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিস জৈন্তাপুরের আয়োজনে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের হলরুমে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়ার মধ্যদিয়ে শুরু হয় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিকতা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউপি সদস্য মনসুর আহমেদ, সেলিম আহমদ সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে আসা স্থানীয়রা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, আগামী ৪ঠা জানুয়ারী হতে উপজেলার সকল নাগরিক তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিজ নিজ ইউনিয়ন থেকে সংগ্রহ করতে পারবেন। এ জন্য নিজে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ (ফিঙ্গার) প্রদানের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে হবে।
তিনি আরো বলেন, যারা প্রবাস কিংবা চাকরির সুবাদে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদ হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে ফিঙ্গার দিয়ে নিজেদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।