গোলাপগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামে অবস্থিত ২৩ শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটির পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি নুরুল ইসলাম মুন্না, সহসভাপতি মাসুক উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, ১নং ওয়ার্ডের সভাপতি সেলিম আহমদ, ২ নং ওয়ার্ডের সভাপতি আশরাফুল হক আলতা, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শ্রমিক নেতা সাহেল আহমদ, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শাহনুর আহমদ ছানু, ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক রহমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আলম উনু, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল আহমদ, রাহুল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, 'দীর্ঘ ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার কারণে প্রাণ খুলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানসহ ৭১ সালে যারা দেশ স্বাধীন করতে গিয়ে শহিদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।'
বক্তারা বলেন, '২৩ শহিদের নামে সুন্দিশাইল গ্রামে যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সেটাকে আরও সৌন্দর্য মণ্ডিত করতে হবে। এসময় তারা সিলেট-৬ আসনের সাবেক এমপি মরহুম ড.সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।'
অনুষ্ঠানে আমুড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।