নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অটোরিকশার ভাড়া নিয়ে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার মৌছাক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয় বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান।
সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এএসপি বলেন, “অটোরিকশার পাঁচ টাকা ভাড়া নেওয়া-দেওয়া নিয়ে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে পাশের কবিরপুর গ্রামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“এ সময় কবিরপুর গ্রামের পক্ষে ভেড়াখাল গ্রামের ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে বহরুয়া গ্রামের লোকজন অবস্থান নেয়। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে; চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চার ঘণ্টার সংঘর্ষে দীর্ঘ হতে থাকে যানবাহনের সাড়ি।
“সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে এএসপি জহিরুল ইসলাম জানান।