গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি শহিদুল হকের সভাপতিত্বে, ইউপি সদস্য আব্দুল গফফার কুটি ও তারেক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দা আদিবা হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য ইউকে প্রবাসী কাওছার আহমদ জগলু৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, টাম্পাকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সামিউস সামি আলমগীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পশ্চিম আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য ইউকে প্রবাসী মুজিবুর রহমান, সমাজসেবী নুরুল ইসলাম মুন্না, ব্যাংকার রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুক উদ্দিন, অত্র বিদ্যালয়ের শিক্ষক রোকসানা বেগম, সমাজসেবী হাফিজ মনসুর আহমদ।
এসময় বক্তারা, প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া অতিদ্রুত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মারজান আহমদ। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী ফারিহা আক্তার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী বেলাল আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য ইউকে প্রবাসী সজিব আলী, সংস্থার সদস্য ফ্রান্স প্রবাসী আব্দুল মতিন, সংস্থার সদস্য ইউকে প্রবাসী মালিক উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।