ওসমানীনগর প্রতিনিধি : যুক্তরাজ্যে প্রচণ্ড ঘুর্ণিঝড়ের কবলে পরে গাছ চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন সিলেটের ওসমানীনগরের কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক প্রবাসী।
শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউসাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, নিহত কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর (রংবরং) গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। ৬ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন। তিনি দেশ ও প্রবাসের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।