আলোচিত সিলেট ডেস্ক : দীর্ঘদিন পর উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শীঘ্রই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীর তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় রয়েছেন সিলেট বিভাগের কৃতিসন্তান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজেরি কমিটির সম্মানিত সদস্য ড.মো.এনামুল হক চৌধুরী।
বেগম খালেদা জিয়ার এই উন্নত চিকিৎসার ভ্রমণ তালিকায় আরও ১৫ জন সফরসঙ্গীর তালিকায় পরিবারের সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রয়েছেন।