গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে হত্যার হুমকির অভিযোগে আছকর আলী (৫২) নামে এক বৃদ্ধ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রোববার (১ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় ১১জনের নামোল্লেখ করে সাধারণ ডায়েরি করা হয়। (ডায়েরি নং: ৪১ তা:১/১২/২০২৪ইং)৷
আছকর আলী উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে।
বিবাদীরা হলো- উত্তর আলমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন (৪৫), তার ভাই রিমন (২৪), নাজিম (৪০), রাজিব (৪২), মৃত আইয়ুব আলীর ছেলে জয়নাল উদ্দিন (৫৫), মানিক মিয়া (৬৫), জয়নাল উদ্দিনের ছেলে বাবু আহমদ (২২), মৃত আরব আলীর ছেলে জামাল উদ্দিন (৫৬), ছালিক (৫৫), মৃত আব্দুর রশিদের ছেলে সাকের আহমদ (৩২), রাজমিস্ত্রি দুলাল আহমদ (৪৭)।
জিডি সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর দুপুরে বিবাদিরা মানুষদের চলাচলের রাস্তার উপর বাথরুমের ট্যাংকি নির্মাণ করার প্রতিবাদে সংবাদ মাধ্যমে বক্তব্য দেন বাদি আছকর আলীসহ আব্দুল জব্বার, মিনহাজ উদ্দিন, সফিক উদ্দিন, গিয়াস উদ্দিন। সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন বিবাদিরা। গত ২৭ নভেম্বর রাত থেকে বিভিন্ন মাধ্যমে বিবাদিরা আছকর আলীসহ আব্দুল জব্বার, মিনহাজ উদ্দিন, সফিক উদ্দিন, গিয়াস উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে৷
জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আছকর আলী সবার পক্ষে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগীরা বলেন, 'আমাদের ২শ বছর আগের পুরনো রাস্তা বন্ধ করে বিবাদিরা বাথরুমের ট্যাংকি নির্মাণ করছে৷ যে কারণে আমরা প্রায় ৪০টি পরিবার বর্তমানে ঘরবন্দী আছি। আমরা সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরায় তারা আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে৷ একে তো আমরা ঘরবন্দী এর মধ্যে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা প্রশাসনের কাছে আমাদের রাস্তা উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ করছি৷'
গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রেজাউর বলেন, 'একটি সাধারণ ডায়েরি তারা করে গেছে৷ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খান জালালের কাছে জিডির কপি পৌঁছে দেওয়া হবে৷ তিনি তদন্ত করবেন।'