বিশ্বনাথ প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য ও একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য ধারণ করে বিশ্বনাথে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি একে এম মনোহর আলীর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মধুু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের সহকারি অধ্যাপক রোকেয়া বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা ঝুমা তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউপি সদস্য মো.বশির উদ্দিন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সিও মো. ফখরুল, আনসার ভিডিপি ইনস্টাক্টর হাবিবুর রহমান সাজ্জাদ, উপজেলা সমাজসেবা অফিসের মো. শামীম আহমদ, সংগঠক বিভাংশু গুণ বিভু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৌমিত্র ধর, আবদুল আহাদ প্রমুখ।