গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার দাড়িপাতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মৃত আকবুল আলীর ছেলে মোঃ জুনেল আহমেদ মনাই (২৬), আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুল আজিম আহমদ শান্ত (২২), আব্দস সালামের ছেলে নজরুল ইসলাম (৫২) ও পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের দুলাব আলীর ছেলে ছয়ফুল আহমদ (৫৩)।
জানা যায়, উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে মদ ও গাঁজা সেবনের দায়ে জুনেল আহমদ ও আজিম আহমদকে ২০ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা ও নজরুল ইসলাম ও ছয়ফুল আহমদকে ৩০ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, মাদকমুক্ত গোলাপগঞ্জ উপজেলা গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।