গোলাপগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।
শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, শহীদ নাজমুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, শহীদ মিনহাজের ভাই সাঈদ আলম, শহীদ হাফিজ কামরুল ইসলাম পাভেলের পিতা রফিক উদ্দিন। আহতদের পক্ষে বক্তব্য রাখেন, রেদওয়ান আহমদ হৃদয়, সাজু আহমদ, নাহিদুর রহমান, লিটন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে সকল শহিদ ও আহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও শহিদদের পরিবার ও আহত সবাইকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠিত স্মরণসভায় ৭শহিদের পরিবারবর্গ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র অভ্যুত্থানের সমন্বয়ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে শহিদদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন।