গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ চৌধুরীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাড়ির পাশে অবৈধভাবে টিলা কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০, ১৫ (১) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যাক্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, এধরণের অভিযান অব্যাহ্ত থাকবে।