গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে প্রায় ২০০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে সেপটিক ট্যাংক নির্মাণ করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে বুধবার সিলেট জেলা পুলিশ সুপার বরাবর উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে মছকন আলী বাদি হয়ে ৬জনের নামোল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন (নং ৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর আলমপুর লম্বাহাটি গ্রামের প্রায় ৩৫/৪০ টি পরিবার প্রায় ২'শ বছর আগের পুরনো একমাত্র ইজমালী রাস্তা ব্যবহার করে আসছেন। রাস্তাটি ৬'শ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ৷ গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রাস্তাটির ওপর একই গ্রামের প্রতিবেশী মানিক মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন ও রিমন আহমদ, মৃত আইয়ুব আলীর দুই ছেলে জয়নাল আহমদ ও মানিক মিয়া, জামাল আহমদের ছেলে বাবু আহমদ ও মৃত চুনু মিয়ার ছেলে লেচু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন মিলে জোরপূর্বক সেপটিক ট্যাংক নির্মাণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
বিষয়টি দেখে মছকন আলীসহ গ্রামবাসী বাধা দিলে তারা কোনো সদুত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে বিবাদীরা তাদের ওপর হামলার চেষ্টা করে৷ পরে বিবাদীরা বাদীসহ গ্রামবাসীকে হত্যার হুমকি প্রদান করে।
মছকন আলী তার অভিযোগে উল্লেখ করেন বর্তমানে তিনিসহ গ্রামবাসী মারাত্মক নিরাপত্তাহীনতায় আছেন। সবার নিরাপত্তার স্বার্থে এবং বাড়ি থেকে বের হওয়ার একমাত্র ইজমালী রাস্তাটি উদ্ধারে তিনি দ্রুত পুলিশ প্রশাসনসহ সবমহলের হস্তক্ষেপ চেয়েছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাদেপাশা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন জানান, তিনি রাস্তা দখল করে ট্যাংকি নির্মাণ করেননি। নিজের জায়গাতেই নির্মাণ কাজ চলছে।
সিলেট জেলা পুলিশের এডিসি মিডিয়া জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। তবে অফিসে যদি সেটা দেয়া হয় তাহলে সেটা তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয়া হবে। তারা পুরো বিষয়টি দেখে রিপোর্ট দিবেন।