জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চিনি বহনকাজে ব্যবহৃত ১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চিনি জব্দ ও আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মুক্তাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম (২১) ও একই গ্রামের জালাল আহমদের ছেলে ইয়াসিন আহমেদ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের ৪নং বাংলা বাজার শাহীন এন্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা হতে একটি ড্রাম ট্রাক (সিলেট-মেট্রো-ড-১১-০১১৪) আটক করা হয়। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ২২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।