গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কর্মরত ৪ সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।
রবিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে এক সভায় জনৈক দুই ব্যাক্তি কর্তৃক গোলাপগঞ্জের ৪ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা ও সাধারন ডায়েরি করায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবজমিন'র গোলাপগঞ্জ প্রতিনিধি এম আব্দুল জলিল।
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক'র প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শহিদুর রহমান সুহেদ, দৈনিক নয়া দিগন্ত'র প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি কে এম আব্দুল্লাহ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাহিদ উদ্দিন,দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডি এইচ মান্না, এনটিভি ইউরোপ প্রতিনিধি ফাহিম আহমদ, প্রথম আলো আমেরিকা প্রতিনিধি সামিল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল আজিজ বাবর, দৈনিক আমার সময় প্রতিনিধি মোঃ শামছুল হুদা, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শাহ আলম, দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি মোঃ বদরুল আলম, দৈনিক পূর্ণভূমি প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, দৈনিক সিলেটের সময় প্রতিনিধি ফাহাদ হোসাইন, দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি শেখ জাহিদ হাসান, সি এন এন বাংলা টিভির প্রতিনিধি শফিক উদ্দিন আহমদ, দৈনিক বাংলাদেশ ডায়রীর প্রতিনিধি অলিউর রহমান, জিবি টেলিভিশনের তামিম আহমদ, আই অন টিভির প্রতিনিধি সাকেল উদ্দিন, সিএন এন বাংলা টিভির ক্যামেরা পার্সন শরিফ উদ্দিন, আফছর আহমদ সহ আরো অনেকে।