গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের বাঘায় আলহাজ্ব আব্দুর রহমান স্মৃতি ৭ম প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব আব্দুর রহমান হ্যাল্পিং হ্যান্ডস এন্ড এডুকেশন ট্রাস্ট আয়োজিত বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দেব, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাংবাদিক ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী, সমাজসেবী মোশাররফ হোসেন শামীম, নজরুল ইসলাম, নুরুল হক, হাতিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া বেগম, বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, তুড়ুকভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ হোসেন প্রমুখ।
বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক দায়িত্বে পালন করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। পরিচালনা কমিটির সভাপতি দায়িত্বে পালন করেন দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হায়াত আহমদ এবং সেক্রেটারি দায়িত্ব পালন করেন ও পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজির উদ্দিন।
উক্ত বৃত্তি পরীক্ষায় বাঘা ইউনিয়নের ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।