ওসমানীনগর প্রতিনিধি : চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সিলেটের ওসমানীনগরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে শহিদ ও আহত পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীনের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, আহত পরিবারের সদস্য মুমিন সাহরিয়ার মাহি।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমির সুহরাব হোসেন, সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, আব্দুর রূপ আব্দুল, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আহমদ, উপজেলা জামায়াতের নায়বে আমির রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাফির আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মো. আশিকুর রহমান ও গীতাপাঠ করেন সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত।