কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জের খাগাইল বাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদের পরিচালনায় ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মনির হোসেন, ফখরুল ইসলাম, শামসুদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সদস্য আব্দুল মতিন, কবির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা পালিয়ে গেলেও স্বৈরাচারের সুবিধাভোগী কর্তাব্যক্তিরা প্রশাসনিক দপ্তর ও নেতাকর্মীরা ঘরে-বাইরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা ছাত্র-জনতার সরকার ও দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে নতুন করে ষড়যন্ত্র করছে। স্বৈরাচার আওয়ামীলীগের সুবিধাভোগীরা বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিফলে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রণিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান, তেলিখাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইন্তাজুর রহমান, ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপি নেতা বুরহান উদ্দিন, আব্দুল নুর, মহিবুর রহমান, জলাল উদ্দিন, হাফিজ উদ্দিন, ইনজাত মিয়া প্রমূখ।